
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আওতাভুক্ত ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে পরিবর্তনশীল আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও আজ এগিয়ে চলছে সমান তালে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আগ্রহী বর্তমান সরকার আইসিটি খাতকে এগিয়ে নিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে চলছে। সরকারের এই দৃষ্টিভঙ্গী সাথে সামঞ্জস্য রেখে দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন পোর্টাল এর সাহায্যে বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে এবং কম্পিউটার ভিত্তিক নানা শিক্ষাকার্যক্রমে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেছে। আইসিটি শিক্ষার মাধ্যমে মেধা-মনন ও বিজ্ঞান ভাবনার নান্দনিক বহিঃপ্রকাশ ঘটবে এই আমার প্রত্যাশা। “শিক্ষাই আলো”- এই শ্লোগানকে সামনে রেখে এগিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি মনে করি, একবিংশ শতাব্দীর এই সময়ে শিক্ষাই অগ্রগতির একমাত্র চালিকাশক্তি। শিক্ষার আলো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অবৈজ্ঞানিক দৃশটিভঙ্গীর পরাজয় ঘটিয়ে মুক্তচিন্তায় উদ্ভাসিত বিজ্ঞানমনস্ক ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের সহযোগিতা করবে বলেও আমি বিশ্বাস করি।
আমি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সার্বিক সাফল্য কামনা করি। সেই সাথে স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী
হোক। বাংলাদেশ চিরজীবী হোক।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়