সর্বশেষ নোটিশ :
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত একটি বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৪ সালের মার্চ মাসে Mrs. Gunning নামে একজন আমেরিকান শিক্ষকের পরিচালনায় এ স্কুলের পথ চলা। ১৯৬৫ সালের এপ্রিল মাসে তা কে.জি থেকে পঞ্চম শ্রেণিতে উন্নীত হয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হয়। সেই বছরই চালু করা হয় Home Room পদ্ধতি। স্কুলের সার্বিক দায়িত্বে নিয়োজিত ছিলেন- ড. এডগার ই. ফিল্ডার নামে একজন আমেরিকান কনসালটেন্ট ও সুপারভাইজার, যিনি একই সাথে ১৯৬৫ সাল পর্যন্ত অধ্যক্ষের দায়িত্বেও পালন করেন। আর তাঁকে সহযোগিতা করার জন্য ছিলেন Mrs. Gunning, Dr. Jackofron and Dr. Ottis Coffey - এই তিনজন আত্মপ্রত্যয়ী ও নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। ১৯৭১ সালে প্রথম বারের মতো শিক্ষার্থীরা এস.এস.সি পরীক্ষায় অবর্তীণ হয়। অতঃপর ১৯৭৫ সালের জুলাই মাস থেকে এ প্রতিষ্ঠানে কলেজ শাখার যাত্রা সূচিত হয়। ২০১১ সাল থেকে ইংরেজি ভার্সনে শিক্ষাদান শুরু হয়। বর্তমানে কে.জি হতে অস্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে শিক্ষা দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে ১০ম শ্রেণি পর্যন্ত ইংরেজি ভার্সনে শিক্ষাদান প্রক্রিয়া পরিচালনা করার পরিকল্পনা নিয়েছেন। মাননীয় উপাচার্যের একান্ত আগ্রহে অত্র প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনে শিক্ষাদান শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীর ছেলে-মেয়েদের এখানে অগ্রাধিকার ভিত্তিতে লেখাপড়া করার সুযোগ রয়েছে। ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীর ছেলে-মেয়েদের এখানে অগ্রাধিকার ভিত্তিতে লেখাপড়া করার সুযোগ রয়েছে। ছাত্র, শিক্ষক, অভিভাবক, আই.ই.আর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকা শহরের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্বে আছেন সেলিনা আক্তার।